chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোভিড-১৯’র টিকার তথ্য চুরি করছে রাশিয়া!

প্রযুক্তি ডেস্কঃ চীনের উহানে সৃষ্ঠ করোনাভাইরাস(কোভিড-১৯) প্রতিহত করার জন্য কাজ করছে সারা বিশ্ব। টিকা  আবিষ্কারে গবেষকরা কাজ করছে হরদমে। কিন্ত কোভিড-১৯’র টিকা সংক্রান্ত তথ্য ‍চুরি করছে এমন অভিযোগে ওঠল রাশিয়া বিরুদ্ধে। আর এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।

গত বৃহস্পতিবার এমন ফল ঘোষণার কিছু সময় পরই যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, এপিটি২৯ নামের একটি হ্যাকার দল ব্রিটিশ গবেষণাগারগুলোতে সাইবার হামলা শুরু করেছে এবং গবেষণা তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালায়। তারা প্রায় নিশ্চিত যে এ হ্যাকার দলটি রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে।

এদিকে গবেষকরা এ ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য টিকার উদ্ভাবনে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে সুখবর দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানকার গবেষকদের দাবি, তাদের তৈরি একটি টিকা পরীক্ষার প্রথম ধাপে কভিড-১৯ রোগের বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে।

 

এই বিভাগের আরও খবর