chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোবাইল চোর চক্রের ৩ সদস্য আটক, ২৫ টি মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক: নগরীতে অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

এরা মূলত অফিসার সেজে কথা বলার ভান করে মোবাইল চায়। এরপর সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে চোরাই এসব মোবাইল প্রতারণা করে বিভিন্ন না-জানা মানুষ ও দোকানে স্বল্প দামে বিক্রি করে। মূলত নগরের বিভিন্ন এলাকার বাস স্টেশন, শপিং মল সহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করাই এদের পেশা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাংলাবাজার এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. সাজ্জাদ (২৩) ও ফরিদপুর জেলার আলমডাঙ্গা দীঘলঝর্না এলাকার আতাউর মিয়ার ছেলে মো. সুমন প্রকাশ রুবেল (২৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান, ২৫টি চোরাই মোবাইলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে সাজ্জাদ এবং সুমন প্রকাশ রুবেল মোবাইল চুরি করে সাইফুল ইসলামের কাছে বিক্রি করে। সাইফুল ইসলাম একজন চোরাই মোবাইল ক্রেতা।

সাজ্জাদ ও সুমন প্রকাশ রুবেলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে ও জানান ওসি মোহাম্মদ মহসীন।

এই বিভাগের আরও খবর