chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাহেদের মাধ্যমে প্রতারিতদের জন্য র্যাবের হটলাইন

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের মাধ্যমে কেউ প্রতারিত ও নির্যাতিত হয়ে থাকলে তাদেরকে আইনি সহায়তার উদ্যোগে হটলাইন চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

একই সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে আলোচিত এই ‘প্রতারকের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে।

শুক্রবার (১৭ জুলাই) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ তার রিজেন্ট গ্রুপের আওতায় বিভিন্ন ধরনের ব্যবসা করছিলেন। ফেইসবুকে সরকারের নানা মন্ত্রী-এমপি, আমলা ও রাজনীতিকদের সঙ্গে ছবি দিয়ে রাখা সাহেদ ‘প্রভাব খাটিয়ে’ বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

করোনা ভাইরাস পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়া সহ নানা অনিয়মে অভিযুক্ত সাহেদ আত্মগোপনে চলে গেলে বুধবার ভোরে তাকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এমআই/

এই বিভাগের আরও খবর