chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবি উপাচার্য ড.এমাজ উদ্দিন আহমদের মৃত্যুতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর শোক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় বলেন, মরহুম এমাজউদ্দীন আহমদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ছিলেন
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী,দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন।
ওয়ান ইলেভেনের কঠিন সময়ে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার ভূমিকা পালন করেন। তার এই মহাপ্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে দেশ একজন অবিভাবককে হারলো।

জনাব আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এই বিভাগের আরও খবর