chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনামুক্ত, আক্রান্ত ২ লাখের বেশি

পুরো বিশ্বকে ৬ মাসের বেশি ভুগাতে থাকা করোনা ভাইরাসের এখনো তার তাণ্ডব অব্যাহত রেখেছে। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বিশ্ববাসীকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সু্স্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার মানুষ। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ৮০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭৫৬ জন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ১৯৩ জনে।

শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭। না ফেরার দেশে ১ লাখ ৪০ হাজার ১৪০ জন মানুষ।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জনে পৌঁছেছে। প্রাণহানি ৭৫ হাজার ৫২৩ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা ভারতে গত একদিনেই প্রায় ৩৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ২৫ হাজার ছুঁই ছুঁই।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৪৬ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজারের কাছাকাছি। যেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ৪১৭ জন।

মেক্সিকোতে আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে প্রায় ৩৮ হাজার মানুষের।

সংক্রমণে যুক্তরাজ্যের পর স্পেনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে করোনা হানা দিয়েছে ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৩ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯২ হাজারের কাছাকাছি। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৩ জনের।

ইরানে করোনার শিকার ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ৪১০ জনের।

পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৫৬ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৮৬ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ।

সৌদি আরবে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩২৫ জন।

তুরস্কে করোনা আক্রান্ত ২ লাখ ১৬ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪১৯ জনের।

বাংলাদেশে গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৫৯০। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৪৫৭ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।

এমআই/

এই বিভাগের আরও খবর