chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদে কর্মস্থলেই থাকতে হচ্ছে পোশাককর্মীদের

ঈদুল আজহার ছুটিতে কর্মস্থলেই থাকতে হচ্ছে পোশাককর্মীদের। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে গণমাধ্যমকে এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারির কারণে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পোশাক শ্রমিকদেরও কোরবানির ঈদের ছুটি তিন দিন থাকছে। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে এ তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এমআই/

এই বিভাগের আরও খবর