chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিরনিদ্রায় শায়িত প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

ডেস্ক নিউজ : মা-বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজশাহীর মা-বাবার পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, গত ৬ই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরের মহিষবাথান এলাকায় বোনের ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার সকাল ৯টায় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মরদেহ হিমাগার থেকে আনা হয় নগরীর কাজীহাটা এলাকার চার্চ অব বাংলাদেশ গির্জায়। সেখানে গুণীজন, শিল্পী, জনপ্রতিনিধিরা এসে শ্রদ্ধা জানান শিল্পীকে। শিল্পীকে স্মরণ করে তার কর্ম বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয় দাবিও করেন তারা।

রাজশাহীর দুই জনপ্রতিনিধি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, প্লেব্যাক সম্রাটের স্বীকৃতি ও তার নাম বাঁচিয়ে রাখতে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। ১৯৫৫ সালে রাজশাহীতে জন্ম নেয়া এন্ড্রু কিশোরের সংগীত চর্চা, পড়াশোনা সব কিছুই রাজশাহীতে। এ কারণে জেলার প্রতি তার আগ্রহ ছিলো অগাধ। শেষ পর্যন্ত এই মাটিতেই তিনি সমাহিত হলেন।

এসএএস/ এমআই

এই বিভাগের আরও খবর