chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নোলক, মালাভাবিসহ বাংলাদেশের চার ছবি যাচ্ছে ভারতে

বিনোদন ডেস্কঃ  ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ভারতের একটি বড় ফিল্ম উৎসব। আর এই উৎসবে যাচ্ছে বাংলাদেশের চার ছবি।  

ছবিগুলো হচ্ছে-  শাকিব সনেটের ‘নোলক’, মাসুদ পথিকের ‘মায়া-দ্য লস্ট মাদার’ মিজানুর রহমান লাবুর ‘মালাভাবি’ ও অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’।

জানে গেছে, এবারে ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সমন্বয়ক হয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশক, জুরি ও চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। তিনি জানান, উৎসবটির আয়োজক দিল্লী ভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট এন্ড ক্রিয়েটিভ হেরিটেজ। এই প্রতিষ্ঠানের বাংলাদেশি প্রতিনিধি এবং উৎসবটির বাংলাদেশি সমন্বয়ক হিসেবে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে উৎসবটি শুরু হবে। এর আয়োজক দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ।

এই বিভাগের আরও খবর