chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে পিসিআর ল্যাবে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব ডেস্ক : রাঙামাটিতে পিসিআর ল্যাবের বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ(২৮) ও মো.আনোয়ার(২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি খনন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় মাটির নিচে আগে থেকে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

শ্রমিকদের দাবি, মাটির নিচে আগে থেকেই বৈদ্যুতিক লাইনের সংযোগ ছিল, কিন্ত এ বিষয়ে কেউ শ্রমিকদের অবগত করেনি। মাটি খনন করার সময় ওই লাইনের সংস্পর্শে শ্রমিকদের মৃত্যু হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শওকত আকবর জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক। বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সাথে সাথে দুই শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

এএমএস/

এই বিভাগের আরও খবর