chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) পৌন ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আইরিন জামানের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

ডা. আইরিন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের গাইনী চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ১৮ দিন আগে চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন ডা. আইরিন জামান। এরপর থেকে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিলেন। গত শনিবার অসু্স্থতা বেড়ে গেলে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।

ডা. আইরিন জামান বিএমএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তাদের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর