chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, সুপারভাইজার-হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে প্লাটিনাম পরিবহন’ নামে একটি বাস তল্লাশি করে ১৪ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় পালিয়ে যাওয়ার সময় বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে পাহাড়তলী থানার একে খান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৫০ লাখ মুল্যের প্লাটিনাম পরিবহনের বাসটিও বাসটি (ঢাকা মেট্রো -ব- ১৫-২৮৮৫) জব্দ করে র‌্যাব।

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, সুপারভাইজার-হেলপার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের মধ্যে সুপারভাইজার মো. সুমন (৩৮) পটুয়াখালী জেলার বাউকল থানার এবং হেলপার মো. শুভ (২৮) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, একে খান মোড়ে চেকপোস্ট বসালে প্লাটিনাম পরিবহনের বাসটিকে থামতে বলা হয়।

একপর্যায়ে বাসটি তল্লাশি করে ১৪ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট কিনে ইয়াবাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭২ লাখ ৫৫ হাজার টাকা।

 

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর