chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাঁটাই হচ্ছে এমিরেটসের ৯ হাজার কর্মী

করোনার কারণে বেকার হয়েছেন বিশ্বের অনেক মানুষ। এখনো চাকরি হারিয়ে দিশেহারা হচ্ছেন অনেকে। কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস এমিরেটস। করোনা ভাইরাস মহামারির কারণে ৯ হাজার কর্মচারী ছাঁটাই করতে যাচ্ছে সংস্থাটি।

বিবিসি জানায়, প্রথমবারের মতো কতজন চাকরি হারাতে যাচ্ছে, তার সংখ্যা জানালো এমিরেটস।

করোনা ভাইরাস সংকটের আগে এমিরেটসে প্রায় ৬০ হাজার মানুষ কাজ করতেন।

এমিরেটস প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, ইতোমধ্যে ১০ শতাংশ কর্মচারী ছাঁটাই করেছে এয়ারলাইনসটি। ১৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই করতে হতে পারে বলেও জানান তিনি।

করোনা ভাইরাসের কারণে কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় বিপর্যস্ত বিশ্বের উড়োজাহাজ খাত। তবে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে স্যার টিম বলেন, আমাদের অবস্থা অন্যদের মতো এত খারাপ নয়।

ব্যাপক হারে কর্মী ছাঁটাই হতে থাকায় এমিরেটসের কর্মীরা উদ্বেগে রয়েছেন। এয়ারলাইনসটিতে যোগাযোগ এবং স্বচ্ছতার অভাব থাকায় এ উদ্বেগ বাড়ছে বলে ধারণা করছে বিবিসি।

এ সপ্তাহে এয়ারলাইনটির ৪ হাজার ৫শ’ পাইলটের মধ্যে ৭শ’ জনকে চাকরিচ্যুত করার নোটিশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১২শ’ পাইলটকে ছাঁটাই করা হয়েছে।

যেসব পাইলট এয়ারবাস প্লেন চালান, ছাঁটাই হওয়াদের মধ্যে তাদের সংখ্যাই বেশি। এমিরেটসের সবচেয়ে বড় প্লেন এয়ারবাস এ-৩৮০ প্রায় ৫শ’ যাত্রী পরিবহন করতে পারে। সে তুলনায় বোয়িং এয়ারক্র্যাফটগুলোর যাত্রী ধারণ ক্ষমতা কম বলে এসময় এগুলোর ব্যবহারই বেশি হচ্ছে।

এছাড়া, কয়েক হাজার কেবিন ক্রুকেও ছাঁটাই করেছে এমিরেটস।

এই বিভাগের আরও খবর