chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যথাযথ পদক্ষেপে নিয়ন্ত্রণে আসবে করোনা: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলে অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় এখনও শেষ হয়ে যায়নি বলেও জানান তিনি।

শুক্রবার (১০) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরে গেব্রিয়াসিস বলেন, এই সব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে। কমিউনিটি সংক্রমণ শনাক্ত করা, পরীক্ষা করা, পৃথক করা এবং আক্রান্তদের সবার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার বৃত্তকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা।

এই বিভাগের আরও খবর