chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাভাইরাস: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯২ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনার প্রকোপ যেন কমছেই না। প্রতিদিন আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে  ১৯২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই দিন পরীক্ষা করা হয় ১ হাজার ৯৯টি নমুনা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (১১ জুলাই) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৫ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২২টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে দুইদিনের ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৮ জন শনাক্ত হয়।এইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও একজন শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৯২ জন।এদের মধ্যে নগরে ১৫৮ জন এবং উপজেলায় ৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টা মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।

এই বিভাগের আরও খবর