chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে সাড়ে ৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) নাকাল ভারতবাসী। প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদীর দেশে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশের বেশি মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে প্রাণহানি ঘটেছে ৪৮৭ জনের। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১২৯ জনে দাড়িঁয়েছে।

আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ রাজ্যে সংক্রমণ দুই লাখ ২৩ হাজার ৭২৪ জনে দাঁড়িয়েছে। আর প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৪৪৮ জনের।

তামিলনাড়ুতে আক্রান্ত বেড়ে ১ লাখ ২২ হাজার ৩৫০ জনে ঠেকেছে। সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৭শ জনের।

দিল্লিতেও ১ লাখ ৪ হাজার ৮৬৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেজরিওয়ালের রাজ্যে প্রাণহানি ৩ হাজার ২১৩ জনের।

পশ্চিমবঙ্গে করোনার শিকার এখন পর্যন্ত ২৪ হাজার ৮২৩ জন। মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

এছাড়া প্রতিনিয়ত সংক্রমণ বাড়ছে ৯টি প্রদেশে। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গা, কর্নাটক ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৩৫৪ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪৭ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন পৌনে ৫ লাখের বেশি মানুষ। যা একদিনে সর্বোচ্চ সুস্থতা।

এই বিভাগের আরও খবর