chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাসিমের স্থলাভিষিক্ত হলেন দীপংকর তালুকদার

ডেস্ক নিউজঃ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে স্থলাভিষিক্ত হয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ দীপংকর তালুকদার।

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বুধবার সংসদীয় কমিটি পুনর্গঠনের এই প্রস্তাব করেন।

করোনাভাইরাসে আক্রান্ত মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদটি শূন্য হয়। সেই স্থানে স্থলাভিষিক্ত হলেন দীপংকর তালুকদার।

উল্লেখ্য, দীপংকর তালুকদার ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭২-৭৩ মেয়াদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩-৭৪ মেয়াদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি উক্ত জেলা শাখার সভাপতি নির্বাচিত হন ও বর্তমানে এ দায়িত্ব পালন করে আসছেন।

এই বিভাগের আরও খবর