chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জেলা প্রশাসনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : একদিন আগের বাসি খাবার বিক্রি করায় নগরীর নন্দনকানন এলাকায় একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে নগরীর কোতয়ালী থানাধীন হোটেল-রেস্টুরেন্টগুলোতে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।

বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জেলা প্রশাসনের জরিমানা

অভিযানে নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডস্থ স্বপ্নিল রেস্টুরেন্টকে আগের দিনের রান্না করা বাসি পোলাও, সাদা ভাত, পরোটা, মুরগির মাংস, মেয়াদবিহীন দই বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রেস্টুরেন্টে আগত ক্রেতাসাধারণ ও মালিকপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন করা হয়। ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক এধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।

 

এএমএস/এএমএস

 

এই বিভাগের আরও খবর