chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসহায় ও দুস্থদের মাঝে কোস্ট গার্ডের নৌকা, দোকান, গরু ও সেলাই মেশিন বিতরণ    

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রামের ব্যবস্থাপনায় সোমবার (৬ জুলাই) নোয়াখালী জেলার কমল নগর থানার আওতাধীন হাজী পাড়া গ্রামের গরীব ও দুঃস্থ পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল এবং উপার্জক্ষম করার নিমিত্তে গরু, সেলাই মেশিন, নৌকা ও দোকান হস্তান্তর করা হয়।

অসহায় ও দুস্থদের মাঝে কোস্ট গার্ডের নৌকা, দোকান, গরু ও সেলাই মেশিন বিতরণ    

এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক বিসিজিএস সোনাদিয়া লেঃ কমাঃ এম সাইয়েদুল মোরাসালিন, ও বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রামের কোষাধ্যক্ষ লেঃ এম মহিউদ্দিন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত গরু, সেলাই মেশিন, নৌকা ও দোকান বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশ কোস্ট গার্ডকে সরবরাহ করেছে।

অসহায় ও দুস্থদের মাঝে কোস্ট গার্ডের নৌকা, দোকান, গরু ও সেলাই মেশিন বিতরণ    

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গত ২০ মে থেকে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভবিষ্যতেও এরূপ সহয়তা কার্যক্রম অব্যহত থাকবে।

 

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর