chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে ২০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা

করোনায় বেহাল দশা ভারতের। দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া সংক্রমণও ৭ লাখের ওপর চলে গেছে। একদিন আগেই করোনা আক্রান্তের তালিকায় শীর্ষ তিনে উঠে আসে নরেন্দ্র মোদীর দেশ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫২ জন। যার ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি ঘটেছে ৪৬৭ জনের। এতে করে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬০ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশের বেশি মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর।

প্রাণহানির শীর্ষে যথারীতি মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ রাজ্যে সংক্রমণ দুই লাখ ১১ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে। আর প্রাণহানি ঘটেছে ৯ হাজার ২০৬ জনের।

তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এতে আক্রান্ত বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯৭৮ জনে ঠেকেছে। সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭১ জনের।

দিল্লিতেও সংক্রমণ লাখ ছাড়িয়ে। সেখানে এ পর্যন্ত করোনার শিকার ১ লাখ ৯৭৮ জন। কেজরিওয়ালের রাজ্যে প্রাণহানি ৩ হাজার ১১৫ জনের।

মুম্বাইয়ে করোনার শিকার ৮৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে ৪ হাজার ৯৩৫ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনার শিকার এখন পর্যন্ত ২২ হাজার ৯৮৭ জন। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের।

এছাড়া প্রতিনিয়ত সংক্রমণ বাড়ছে ৯টি প্রদেশে। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গা, কর্নাটক ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন ৪ লাখ ৩৯ হাজার ৯৪৮ জন।

এই বিভাগের আরও খবর