chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৪০ হাজার

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। গত ২৪ ঘন্টায়ও ভাইরাসটিতে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৮২ হাজার ৪৫৪ জন মানুষ।। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৯৯৬ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও ৩ হাজার ৬৯২ জনের। এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৩৭ জনে।

শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। না ফেরার দেশে ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জন মানুষ।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশ ব্রাজিলে আক্রান্তে সংখ্যা বেড়ে ১৬ লাখ ২৬ হাজার ৭১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে ৬৫ হাজার ৫৫৬ জনের।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২০ হাজারের বেশি। প্রাণহানি ২০ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় চারে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে করোনায় আক্রান্ত ৩ লাখ ৬ হাজারের কাছাকাছি। যেখানে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৯৬ জনের।

চিলিতে ২ লাখ সাড়ে ৯৮ হাজারের বেশি আক্রান্তে প্রাণ গেছে ৬ হাজার ৩৮৪ জনের।

যুক্তরাজ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৮ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ২৩৬ জনে ঠেকেছে।

মেক্সিকোতে আক্রান্ত ২ লাখ ৬২ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে ৩১ হাজার ১১৯ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে প্রায় ২ লাখ ৪২ হাজার মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৮৬৯ জন।

ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৩ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ১১ হাজার ৭৩১ জনের।

পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৩২ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের।

সৌদি আরবে করোনা রোগীর সংখ্যা ২ লাখ সাড়ে ১৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৬৮ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী প্রায় ২ লাখ ৭ হাজার। প্রাণহানি ঘটেছে ৫ হাজার ২৪১ জনের।

বাংলাদেশে গতকাল শনিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৯৬ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ৭৬ হাজার ১৪৯ জন।

এই বিভাগের আরও খবর