chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুকের তথ্য চুরি করছে ২৫ টি অ্যাপ

ডেস্ক নিউজঃ

নিরাপত্তার কারণে প্লে স্টোর থেকে ২৫ টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। আর এই ২৫ টি অ্যাপ দীর্ঘদিন ফেসবুক থেকে তথ্য চুরি করে আসছে।

যে অ্যাপগুলো বাতিল করা হয়েছে-

super wallpapaer flashlight, padenatef, wallpaper level, contour level wallpaper, Iplayer &iwallpaper video maker, color wallpapers, pedometer, powerful flashlight, super bright flashlight, super flashlight, solitare, acurate scanning of qr code সহ আরও বেশ কিছু অ্যাপ। জানা গিয়েছে ওই সকল অ্যাপের মধ্যে super wallpaper flashlight ও padenatef মাত্র দুটি অ্যাপ ডাউনলোড হয়েছে ৫০০০০০ বার।

জানাগেছে,এই অ্যাপগলোতে রয়েছে মেলিস্যাস কোড। যার সাহায্যে ফোনে কোন অ্যাপ খোলা হচ্ছে আগে বা পরে তা সব ধরা যায়। আর এভাবেই এই অ্যাপ যে কোন গ্রাহকের ফেসবুকের গুরুত্ব পূর্ণ তথ্য চুরি করে নিচ্ছিল। আর সেই কারণেই নিরাপত্তার জন্য এই অ্যাপ গুলির বিরুদ্ধে পদক্ষেপ নিল গুগল। আর এর ফলে সাধারণের নিরাপত্তার দিক টি আরও মজবুত হবে বলে মনে করা যাচ্ছে। ওই সকল অ্যাপ এখনও পর্যন্ত প্রায় ২.৩৫ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর