chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি আইএসপিএবির

দেশের বিভিন্ন জায়গায় ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করার হুমকি দিয়েছে সেবাদানকারী ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। ভ্যাট জটিলতা নিরসন না করলে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৪ জুলাই) বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

সংগঠনটি বলছে, ইন্টারনেট সেবায় বর্তমানে ভ্যাট ৫ শতাংশ কিন্তু ভ্যালু চেইনের অন্যান্য স্তরে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন।

ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার দাবি না মানলে ইন্টারনেটের দাম বাড়াতে বাধ্য হবেন তারা। এতে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে যেতে পারে।

আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, যদি ভ্যাটের সমস্যা সমাধান না হয়, ৩০ শতাংশ ইন্টারনেটের মূল্য বেড়ে যেতে পারে। সরকারের দৃষ্টি আর্কষনের জন্য সীমিত আকারে ইন্টারনেট সুবিধা বিঘ্ন ঘটতে পারে।

আমিনুল বলেন, বর্তমানে সারা দেশে ৮০ লাখের বেশি বাড়িতে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছেন প্রায় সাড়ে ৩ কোটি গ্রাহক।

এই বিভাগের আরও খবর