chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এই সমস্যা জাদুর মতো দূর হয়েও যাবে না: ডব্লিউএইচও

করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস পরিচালক মাইকেল রায়ান বলেছেন, এই সমস্যা জাদুর মতো দূর হয়েও যাবে না। তিনি বলেন, এর পেছনে অর্থনৈতিক কারণ আছে। দেশগুলো তাদের অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এটা বোধগম্য কিন্তু সমস্যা এড়িয়ে যাওয়ারও কোনও সুযোগ নেই।

জেনেভায় জাতিসংঘ সংবাদদাতা অ্যাসোসিয়েশন আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাইকেল রায়ান বলেন, মানুষজনকে জেগে উঠতে হবে। ডাটা মিথ্যা বলছে না। মাঠ পর্যায়ে পরিস্থিতি মিথ্যা বলছে না।

এমন পরিস্থিতিতে করোনাকে নিয়ন্ত্রণে দেশগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

গত বছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের প্রায় সব দেশেই আঘাত হেনেছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ১২ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনা। এসব দেশে রোগী বাড়লেও দেশগুলো লকডাউন থেকে সরে এসেছে। এ বিষয়ে সতর্ক করে দিয়েছে রায়ান বলেন, অনেক দেশই ডাটা এড়িয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর