chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাজের চাপে ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে

দুজনেরই কর্মব্যস্ত জীবন, ছুটি পাওয়ার সুযোগ নেই। তবে কথা দিয়েছিলেন বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। তাই কাজের ফাঁকে অফিসেই বিয়ে সেরে ফেলেছেন পাত্র-পাত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের উলুবেড়িয়ায়। পাত্র আইএএস’র (Indian Administrative Service) কর্মকর্তা তুষার সিংলা। বর্তমানে উলুবেড়িয়ার মহকুমা শাসক পদে রয়েছেন তিনি।

আর পাত্রী বিহারের পাটনার এএসপি (ট্রেনিং) নভোজিৎ সিমি। বিয়ের জায়গা হিসেবে নিজের দপ্তরকেই নিয়েছেন তুষার সিংলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় জানানো হয়েছে, গতকাল শুক্রবার ভালোবাসা দিবসে বেলা ১১টা নাগাদ বিয়ের রেজিস্ট্রি হয় তাদের। তবে গতকাল রেজিস্ট্রির আগে অবশ্য রাত আড়াইটার দিকে স্থানীয় এক কালী মন্দিরে দুজন মালাবদল সেরে ফেলেছেন। বিয়েটা জাঁকজমকহীন হলেও পাত্র-পাত্রী জানিয়েছেন, রিসেপশনে সকলকে আমন্ত্রণ করবেন।

তুষার এবং নভোজিৎ দুজনই পাঞ্জাবের বাসিন্দা। তবে কাজ সামলাচ্ছেন দেশের দুই রাজ্যে।

আইএএস কর্মকর্তা তুষার বলেন, ‘২০২১ সালে পশ্চিমবঙ্গের ভোট মিটে গেলে মনের মানুষকে এখানে নিয়ে আসব।’

জানা গেছে, কাজের সূত্রেই আলাপ দুজনের। অবশেষে পরিচয় থেকে পরিণয়। সেখান থেকে সিদ্ধান্ত বিয়ের। কিন্তু কাজের এত চাপ, সময় বের করাই মুশকিল দুজনের। তাই ভালোবাসার দিনে আইএএস তুষার সিংলা নিজের কাজের জায়গাকেই বেছে নিয়েছেন রেজিস্ট্রির জন্য। তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই দুজনের।