chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপির সেই পুলিশ সদস্য করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সদস্য আ ফ ম জাহেদ (৪১) করোনা আক্রান্ত ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবার (১ জুলাই) দুপুরে করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। মৃত আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে। তিনি সিএমপি ট্রাফিক-উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বলেন, ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার রিপোর্টে পজিটিভি আসে। পুলিশ জানিয়েছিল, গত ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন কনস্টেবল আ ফ ম জাহেদ। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সে রিপোর্ট মারা যাওয়ার দিন পর্যন্ত পাওয়া যায়নি। এসএএস/

এই বিভাগের আরও খবর