chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চলতি বছরে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক : এবার করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভাইরাসটির কারণে চলতি বছর এ সিটিতে ভোট করতে আগ্রহী নয় নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, দ্বীতিয় দফায় চলতি বছরের আগস্টের দিকে ভোট করার প্রাথমিক প্রস্তুতি থাকলেও তা থেকে সরে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন যুগ্ম সচিব গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে, কবে কমবে কেউ বলতে পারছে না। এ কারণে চলতি বছর চট্টগ্রাম সিটি ভোট করতে আগ্রহী নয় ইসি। তাছাড়া এ সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করার কথা। সে ক্ষেত্রে ভোটকেন্দ্রে প্রতিটি ভোটারকে ফিঙ্গার ব্যবহার করতে হবে। এখানে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। এ কারণে ইভিএম নিয়ে বাড়তি সতর্কতার কথা ভাবছে ইসি।

ইসি কর্মকর্তরা জানান, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। করোনার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ভোট স্থগিত করে ইসি। এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। করোনার কারণে এ সময়ের মধ্যে ভোট হচ্ছে না। ফলে বর্তমান মেয়র ও কাউন্সিলররা মেয়াদের অতিরিক্ত সময় পচ্ছেন। অর্থাৎ পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারবেন। যত দিন এ সিটিতে ভোট হবে না সে সময় পর্যন্ত বর্তমানে যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন।

চসিকে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেনÑ আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে দুই শতাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। চট্টগ্রাম সিটিতে সাধারণ ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৪টি। মোট ভোটার ১৯ লাখ দুই হাজার ৮১১ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ৭২১ এবং ভোটকক্ষ পাঁচ হাজার ১৪২টি।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর