chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজেট প্রত্যাখ্যান করলেন বিএনপির সংসদ সদস্যরা

ডেস্ক নিউজ : সংসদে পাস হওয়া ২০২০-২১ ঘোষিত বাজেটকে প্রত্যাখান করেছে বিএনপি’র দলীয় সংসদ সদস্যরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে।

তারা বলেন, বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

বিএনপির এমপিরা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

এসময় বিএনপির এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়।
এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর