chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের খামারে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক: নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষের একটি খামারে পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

 

অভিযান পরিচালনা করছেন জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। অত্যন্ত গোপনীয়ভাবে বড় একটি খামারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ হচ্ছে। খামারটি জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে ইকবাল নামে একজন এই মাছ চাষ করে আসছিল। খুব নোংরা পরিবেশে এবং আশেপাশের বাসার ময়লা আবর্জনা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে এই মাছ চাষ পরিচালিত হচ্ছিল।

অভিযান পরিচালনা কালে জমির মালিক খামারের মালিককে উপস্থিত করতে পারেনি। জমির মালিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় এক টন মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়ার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। উক্ত অভিযান পরিচালনায় সহয়তা করেছে জেল মৎস্য অফিসের একটি টিম।

এই বিভাগের আরও খবর