chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিন পর টেনে তোলা হলো ‘মর্নিং বার্ড’

ডেস্ক নিউজ: বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর যাত্রীবাহী লঞ্চ ‘মর্নিং বার্ড’ পানির ওপরে তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে লঞ্চটি পানির ওপর তোলা হয়।

বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, আমাদের মূল দায়িত্ব ছিল জাহাজটি উদ্ধার কর। চ্যানেলটি ক্লিয়ার করা। আমরা সেটা করেছি। এটার পরবর্তী কাজ লঞ্চের মালিকের।

তিনি আরও বলেন, এরমধ্যে আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে ডুবুরি দল ইঞ্চিন রুমটি দেখার কথা বলেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ডুবে যাওয়া লঞ্চটি পানির নিচে উপুর হয়ে ছিল। লঞ্চটি পানির নিচ থেকে তোলা হয়েছে। এরমধ্যে আরও কোনো মরদেহ আছে কি না তা খোঁজ করা হবে। এরপর লঞ্চটি টেনে তীরে নেওয়া হবে।

এর আগে সোমবার (২৯ জুন) সকালে শ্যামবাজার সংলগ্ন এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বাডর্ লঞ্চটি ডুবে যায়। ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল কাজ করে। এ ঘটনায় বিআইডব্লিটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর