chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাকালে ভর্তিপরীক্ষা: ক্ষমা চাইল সাউথ পয়েন্ট স্কুল

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই শনিবার (২৮ জুন) ইংরেজি মাধ্যমে ১৯ শিশুকে বাসা থেকে ডেকে এনে ভর্তি পরীক্ষা নেয় ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখা।

পরে ঢাকা শিক্ষা বোর্ড সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষকে এক দিনের সময় দিয়ে শোকজের নোটিশ দেয়।

সোমবার (২৯ জুন) এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে আবেদন করেছে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী ধরনের শাস্তি নেয়া হবে তা ঠিক করতে মঙ্গলবার (৩০ জুন) বোর্ডের উচ্চপর্যায়ে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে শোকজের জবাব পর্যালোচনা এবং অভিভাবক, শিক্ষকদের সঙ্গে বোর্ড কর্মকর্তারা কথা বলবেন।

শোকজের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সাউথ পয়েন্ট স্কুলের জবাব পেয়েছি। মঙ্গলবার তাদের জবাব পর্যালোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে।

কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এখনই এ ব্যাপারে কিছু বলতে পারবো না। তাদের অপরাধ ও শোকজের জবাবের ওপর পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হামিদা আলী সোমবার বলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এজন্য আমরা শিক্ষা বোর্ডের জবাবে ভুল স্বীকার করেছি।

এই বিভাগের আরও খবর