chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেসাস বলেছেন, বিশ্বের কয়েকটি দেশ কিছুটা উন্নতি করলেও সত্যিকার অর্থে মহামারির গতি বাড়ছে। বলতে খারাপ লাগছে, কিন্তু সত্য হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি। খবর বিবিসির।

সোমবার (২৯ জুন) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা আক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সঠিক পদক্ষেপ না নিলে আরও বেশি মানুষ করোনাভাইরাসের শিকার হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ছয় মাস আগে চীনের উহান শহরে রহস্যময় নিউমোনিয়ার মতো অসুস্থতার খবর যখন পাওয়া যায় তখন যে আশঙ্কা করা হয়েছিল এখন পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।

তিনি বলেন, বিশ্বের প্রতি দেশকে তার মানুষকে রক্ষা করতে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরু করতে হবে। করোনা ঠেকাতে দরকার পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিন।

তিনি আরও বলেন, আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে এ পরিস্থিতির অবসান হচ্ছে না।

এই বিভাগের আরও খবর