chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, সর্বোচ্চ শাস্তির দাবী

নিজস্ব প্রতিবেদক: বায়েজিদে ১৬ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও ফাসির দাবীতে মানববন্ধন করেছে করেছে চট্টগ্রাম ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। 

সোমবার (২৯জুন) বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক শরীফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমন সরকারের সঞ্চালনায় মানবাবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু ভাই, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান এস.এম আজিজ, ক্রীড়া সংগঠক আজিম উদ্দীন, যুব সংগঠক ইকবাল হাসান জুয়েল, নারী নেত্রী রিজোয়ান আফরোজ, ধর্ষিতার মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবর্তন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন সাইফ, ফুটন্ত কিশোর সামাজিক সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, অভিযাত্রী সামাজিক সংগঠনের সভাপতি আরাফাত মুহিভ, টিবি ব্লাড ডোনারস ফোরামের সভাপতি আবু বক্কত হারুন সব বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা

এই বিভাগের আরও খবর