chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কার করলো চীন

নিজস্ব প্রতিবেদক : প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করলো চীন। যদিও চীনের পাশাপাশি আরও অনেক দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে আসছে। কয়েকদিন আগে আগে অক্সফোর্ডের ভ্যাকসিন এগিয়ে রয়েছে শোনা গেলেও চীন প্রথম প্রথমবারের মতো  আনুষ্ঠানিক ঘোষনা দিল।

সোমবার (২৯ জুন) এ খবর দিয়েছে ইয়াহু নিউজ। খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি একটি কোভিড-১৯ ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের অনুমতি পেয়েছে।

তবে আপাতত ভ্যাকসিন শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে ব্যবহার করা হবে। স্যানসিনো বলেছে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত ২৫ জুন এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সৈন্যদের দেহে এক বছরের জন্য প্রয়োগের অনুমোদন দিয়েছে। স্যানসিনো বায়োলজিকস এবং একাডেমি অফ মিলিটারির একটি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।

এএমএস/

এই বিভাগের আরও খবর