chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় নৌ পুলিশের এএসআই’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ওমর ফারুক (৩৫) নামে নৌ পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বেগমগঞ্জের বাড়ি থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ চৌধুরী বলেন, ওমর ফারুক হাতিয়ার নলচিরা নৌ–পুলিশ ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তাকে এর মধ্যে ঢাকার সদরঘাট নৌ-পুলিশে বদলি করা হয়।

তিনি ২১ জুন বদলি সূত্রে সেখান থেকে ছাড়পত্র নিয়ে যোগদানের ছুটি কাটাতে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি অসুস্থ হন। ২৪ জুন তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। পরের দিন জানা যায়, তিনি করোনা পজিটিভ।

ওসি আরও বলেন, ২৭ জুন ওমর ফারুক শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জে তার নিজের বাড়িতে যান। গতকাল রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে তাঁকে বিষয়টি জানানো হয়। তাঁকে ঢাকায় পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পথেই তিনি মারা যান।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর