chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সামাজিক দুরত্ব না মেনে বসছে কবুতরের হাট, প্রশাসন নীরব দর্শক

নিজস্ব প্রতিবেদক : নগরীর দেওয়ান হাট মোড়ে শত শত মানুষের লোক সমাগম করে বসেছে কবুতরের হাট। প্রতি সপ্তাহে ২ দিন এই হাটে দুর-দুরান্ত থেকে কবুতর বিকিকিনি করতে আসছে শত শত ক্রেতা বিক্রেতা। ফলে এই বাজারে মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দুরত্ব। এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সামাজিক দুরত্ব না মেনে বসছে কবুতরের হাট, প্রশাসন নীরব দর্শক

সরেজমিনে দেখা যায়, দেওয়ান হাট মোড় থেকে শুরু করে দেওয়ানেশ্বরী মন্দির চত্বরসহ পুরো এলাকাজুড়ে বসেছে শত শত কবুতর বিক্রেতা। কবুতর কিনতে প্রতিটি দোকানের সামনে জটলা পাকিয়েছে ১০-১২ জন। অনেকের মুখে নেই করোনা থেকে বাঁচার অন্যতম হাতিয়ার মাস্ক। এছাড়াও কোনো ধরনের যানবাহন চলতে না পারায় সমস্যা ভুকছেন সাধারণ মানুষ।

সাজিদ নামের এক পথচারী জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার কথা বললেও সাধারণ মানুষ এসব নিয়মের তোয়াক্কা করছেন না। সামাজিক দুরত্ব না মানলে করা হয়েছে শাস্তির বিধান। এই জনসমাগম কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে প্রশাসনের নাকের ডগায় জনসমাগম হলেও এক্ষেত্রে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায় নি।

এএমএস?

এই বিভাগের আরও খবর