chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আসামি ছেড়ে দিয়ে নিজেই বরখাস্ত আরএনবি’র পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক : পুরাতন ফার্নিচারের আড়ালে রেলের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক চারজনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়ায় চট্টগ্রামে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ।
২৭ জুন রেলওয়ে পাহাড়তলীর সেলডিপুতে সহকারী প্রকৌশলী (স্টোর) মো. ইউনুসের সহয়তায় অবৈধভাবে রেলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাচারকালে ৪ জনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় চারজনের মধ্যে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন সেলডিপুতে দায়িত্বরত প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধা।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ বলেন, আইনের বাইরে গিয়ে নিজ ক্ষমতাবলে মুচলেকা নিয়ে এক আসামিকে ছেড়ে দেওয়ায় ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার স্থানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কারখানা শাখার চিফ ইন্সপেক্টর রেজওয়ানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর