chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এনআরবিসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ পড়লেন পাপুল

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালক পদ থেকে লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে  সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সিকিউরিটিজ চেয়ারম্যান পদ থেকেও বাদ পড়েছেন পাপুল।

গত বৃহস্পতিবার শহিদ ইসলাম পাপুলকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ধারার আল-আসাউয়ি তাকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রাপাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক অনুমোদন পায়। সাংসদ পাপুল ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন।

অনিয়ম ও জালিয়াতির কারণে ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। তখনই ব্যাংকটির বিভিন্ন দায়িত্বে আসেন শহিদ ইসলাম।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) সূত্রে জানা গেছে, ব্যাংকটিতে শহিদ ইসলামের নামে ২ কোটি ২১ লাখ এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলামের নামে ১ কোটি ৯ লাখ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর