chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রণোদনার আশায় জাল পজিটিভ সনদ, ‘এনএসআই’ এর হাতে ধরা

ডেস্ক নিউজ: মোঃ কুতুবে রাব্বানী, রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী। সরকার থেকে প্রণোদনা পাবার আশায় তৈরি করছে জাল করোনা পজিটিভ সনদ। তবে শেষ রক্ষা হয় নি। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে ধরা পড়েন তার এই কারসাজি।

রবিবার (২৮ জুন) এন‌এস‌আই ও মুগদা থানা পুলিশের এক যৌথ অভিযানে তাকে জাল করা করোনার পজিটিভ রিপোর্টসহ আটক করা হয়।

কুতুবে রাব্বানী সরকারি প্রণোদনা পাওয়ার আশায় মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ মৌসুমী সরকারের স্বাক্ষর নকল করে জাল সনদ তৈরি করেন।

অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন এন‌এস‌আই-এর উপ-পরিচালক মোঃ ওয়ালিউল্যাহ, ফিল্ড অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও ওয়াচার কনস্টেবল জনাব মোঃ আল আমিন