chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দিতে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ : করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বলেন, করোনা টেস্টের রেজাল্ট আসতে দেরি হওয়ায় উপসর্গবাহী ব্যক্তি শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না, আক্রান্ত কি-না। তাই তাৎক্ষণিক নমুনা সংগ্রহ করে দ্রুত টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তি আরও অনেক লোককে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

মনিরুজ্জামান লিংকন আরও বলেন, রিপোর্ট পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকবেন। তাই টেস্ট করার পর দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন বলেও তিনি জানান।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর