chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ছাত্রলীগের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে ঠিকাদারের মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে একজন ঠিকাদারকে চাঁদার জন্য নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নগরের খুলশী থানায় মামলা করেছেন রেলওয়ের ঠিকাদার ভুক্তভোগী সানাউল হক।

মামলায় মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু ও ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে ঠিকাদার সানাউল হক অভিযোগ করেছেন, গত ২৫ জুন রেলওয়ের টেন্ডারের স্যাম্পল দিতে পাহাড়তলীতে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। এ সময় পাঁচ শতাংশ কমিশন বা চাঁদা দাবি করে আসা চিহ্নিত সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ও খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।

এছাড়া ব্যাগে থাকা এক লাখ ৭ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাটি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এসএএস/

এই বিভাগের আরও খবর