chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা রোগী পরিবহনে নিষ্ঠা ফাউন্ডেশনকে এম্বুলেন্স দিল কিডনি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনের চলমান দাফন-কাফন ও করোনা আক্রান্ত রোগী পরিবহনে একটি  এম্বুলেন্স প্রদান করেছে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি ফাউন্ডেশন।

শনিবার (২৭ জুন) সকালে কিডনি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমদের হাতে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে এম এ মালেক বলেন, এখন চলছে বৈশ্বিক মহামারি। এ মহামারিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। নিষ্ঠা ফাউন্ডেশন এমন মানবিক কাজে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। এটি অবশ্যই প্রশংসনীয়। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এভাবে মাবনসেবায় এগিয়ে আসার আহবান জানাই।

নিষ্ঠা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আসিক ইউসুফ চৌধুরী বলেন, করোনায় মৃতদের গোসল-দাফন-কাফন-জানাযা ও আক্রান্তদের অক্সিজেন, এম্বুলেন্স ও টেলিমিডিসিন সেবা দিয়ে যাচ্ছে নিষ্ঠা ফাউন্ডেশন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির ফলে নিষ্ঠা ফাউন্ডেশনের সেবা কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে। এম্বুলেন্সটি এখন রোগী পরিবহন কাজ বেগবান করবে।

এম এ মালেকের বাসভবনের সামনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এ কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজওয়ান শহিদী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, ওমর আলী ফয়সল, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার সভাপতি মুজিবুর রহমান, রোটারিয়ান শাদ ইরশাদ এবং নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চলমান প্রকল্পের আহবায়ক ড. মুহাম্মদ নুর হোসাইন, ব্যাংকার হাফেজ মুহাম্মদ ছালামাত উল্লাহ ও অর্থ সম্পাদক আসিক ইউসুফ চৌধুরী। এ সময় কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদসহ এম্বুলেন্স প্রদান কাজে সম্পৃক্ত সবাইর প্রতি ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের আরও খবর