chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবিতে অনলাইন ক্লাস শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহে

অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ক্লাস শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে।

শুক্রবার (২৬ জুন) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে অনলাইন ক্লাস সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইন্সটিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে।

যেসব বিভাগ বা ইন্সটিটিউট বিভিন্ন কারণে এখনো অনলাইন ক্লাস চালু করতে পারেনি, সেসব বিভাগ বা ইন্সটিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর