chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোর অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর অর্থমন্ত্রী আর্তুরো হেরেরা। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
হেরেরা টুইট বার্তায় লিখেছেন, আমি করোনা আক্রান্ত হয়েছি। যদিও আমার মধ্যে সামান্য লক্ষণ রয়েছে। আজ থেকে আমি কোয়ারেন্টাইনে থাকবো। বাসা থেকেই অফিস করবো।’ খবর আল জাজিরার।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের খুব কাছের মানুষ হেরেরা। গেল সোমবরাও ন্যাশনাল প্যালেসে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। হেরেরা আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্টও কোয়ারেন্টাইনে যাবেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত প্রেসিডেন্টও যদি কোয়ারেন্টাইনে যান তাহলে আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে তার ওয়াশিংটনে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা পিছিয়ে দিতে হবে।

মেক্সিকোতে এ পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৮৪৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৪ হাজার ৩২৪ জন। সেরে উঠেছে ১ লাখ ৪৯ হাজার ৩১৮ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৩৭ জন। মারা গেছে ৯৪৭ জন।