chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওষুধ প্রশাসনের অনুমোদন পায়নি গণস্বাস্থ্যের কিট

মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে বেশ ক’দিন ধরেই আলোচনা সমালোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিটের অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের এই জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এই বিভাগের আরও খবর