chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ মাস্ক না পরার কারণে জরিমানা গুণতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকেই। করোনা মহামারিতে এই স্বাস্থ্যবিধি না মানায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার মাস্ক না পরে হাজার বছরের পুরোনো একটি গির্জা পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে এই জরিমানা দিতে হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যান্য দেশের তুলনায় ইউরোপের এই দেশটিতে করোনা সংক্রমণ নেহায়েত কম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন।

তবে মহামারি রুখতে বেশ কঠোর ভূমিকা পালন করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, গত সোমবার বুলগেরিয়ায় সব ধরনের ঘরোয়া অনুষ্ঠানে মাস্ক পরার নির্দেশনা জারি করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে।

ওই সময় তার যেসব সফরসঙ্গীরা মাস্ক পড়েননি তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এই বিভাগের আরও খবর