chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মন্ত্রী বীর বাহাদুরের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইস থেকে সুস্থ হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গত ৬ জুন করোনায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে জয়ী হলেন তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর দ্বিতীয় বার নমুনা পরিক্ষা করতে দিলে রিপোর্ট নেগেটিভ আসে। 

বুধবার(২৪জুন) ফেইসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রীর ছেলে রবীন বাহাদুর।

সামাজিক যোগাযোগ মা্ধ্যমে ছেলের দেওয়া পোস্ট হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আপনাদের সবাই দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছ্। আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারন এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ, মন্দির, বিহার ও প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।

এই বিভাগের আরও খবর