chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত থাকার তকমা হারালো রাঙামাটির বরকল উপজেলা

রাঙামাটির প্রতিনিধি

প্রাণঘাতী করোনার কালো ছায়া থেকে এতদিন দূরেই ছিল রাঙামাটির বরকল উপজেলা। এবার সে তকমা হারিয়ে ফেলল এ বিরাট উপজেলা। নতুন করে আরও ২৫ আক্রান্ত হওয়ার মধ্য একজন বরকল এলাকার বাসিন্দা রয়েছে।

সোমবার (২২জুন) দিবাগত নতুন করে ২৫ জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা।
কামাল। তিনি জানান, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়(সিভাসু) থেকে ৫৮টি রিপোর্ট এসেছে তারমধ্য ২৫ জনের পজেটিভ এসেছে।

জানা গেছে, ২৫ জনের মধ্য ২৩ জন রাঙামাটি সদরের বাকি ২ জন বরকল উপজেলা এবং কাউখালীর বাসিন্দা।

উল্লেখ্য, এবার প্রথম করোনায় আক্রান্তের তালিকায় যোগ হল বরকল। এছাড়া রাঙামাটিতে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে এখন ২০৮, মৃত্যু ৬, আরোগ্য লাভ করেছেন ৮৫জন।

এই বিভাগের আরও খবর