chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা নেগেটিভ এমপিদের নিয়ে বাজেট অধিবেশন বসছে আজ

করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিদের নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ মঙ্গলবার। ৭ দিন বিরতির পর বসা বাজেট অধিবেশনে থাকছেন না সব সংসদ সদস্য।

সংসদের চিফ হইপ নূর-ই-আলম চৌধুরী জানান, পরীক্ষায় যারা পজিটিভ হবেন, তাদের সংসদে না আসতে অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে এখন পর্যন্ত মোট ৯১ জন সংসদ সদস্য কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। তবে এখন পর্যন্ত নতুন করে কারো রিপোর্ট পজিটিভ আসেনি।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই এমপিরা সংসদে যোগ দিবেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে এমপিদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এটা বাধ্যতামূলক নয়, তবে সকলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এমপিদের রোস্টারের বিষয়ে তিনি বলেন, ৮০-৮২ জন করে তালিকা করা হয়েছে। নির্ধারিত রোস্টারভুক্ত এমপি ১৭০ জনের কম বেশি হতে পারে।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, সোমবার ২৬ জন এমপি নিজেদের করোনা টেস্ট করিয়েছেন। এর আগে রবিবার ৪৫ জন ও শনিবার ২০ জন কোভিড-১৯ পরীক্ষা করান। এর মধ্যে ২০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই বিভাগের আরও খবর