chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যের অবনতির কথা ভিত্তিহীন: মাশরাফি

স্বাস্থ্যের অবনতি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলেছেন ক্রিকেটার  মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

‘কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

সোমবার (২২ জুন) সকালে বেশ কিছু গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হচ্ছে মাশরাফিকে। এছাড়া আরেকটি সংবাদ মাধ্যমে ছাপা হয়, হাসপাতালে সিট পাননি মাশরাফি।

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে সামান্য জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তার শরীরে। তবে বিকেলে নিয়মিত চেক-আপের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন তিনি।

‘কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। ‘

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে মাশরাফি জানান, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি।

এই বিভাগের আরও খবর