chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় মৃত দেড় হাজার ছাড়ালো, চট্টগ্রামে একদিনে মৃত্যু ১২ জন

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেল ১ হাজার ৫০২ জন। পাশাপাশি সারাদেশে ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার ( ২২ জুন) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন। বরিশাল বিভাগে ৪ জন, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১-২০ বছর বয়সী ১ জন, ২১-৩০ বছর বয়সী ৩ জন, ৩১-৮০ বছর বয়সী ১ জন, ৪১-৫০ বছর বয়সী ৩ জন, ৫১-৬০ বছর বয়সী ১৬ জন, ৬১-৭০ ১০ জন, ৭১-৮০ বছর বয়সী ৩ জন এবং ৮১-৯০ বছর বয়সী ১ জন।

এই বিভাগের আরও খবর